Breaking News

প্রধানমন্ত্রীর বক্তব্যকে বাজে ট্রল কোটা সংস্কার গ্রুপে

ঢাকা জার্নাল:তরুনদের কাছে প্রধানমন্ত্রীর ভোট চাওয়ার বক্তব্য “কোটা সংস্কার চাই” গ্রুপে শেয়ার করে বাজে ট্রল করছে গ্রুপের সদস্যরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কেন্দ্রিক এ গ্রুপ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে খোলা হয়েছিল।
সোমবার Tareque Hossen Joy ও Sumon Sorker গ্রুপে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিউজ শেয়ার করার পর তাতে বাজে মন্তব্য শুরু করে গ্রুপের সদস্যরা।
আলোকহীন ল্যাম্পপোস্ট নামে একজন সদস্য লিখেছেন,”ভোট নয় বাঁশ দিমু যদি নিতে চান!!! জুলুমবাজ মহিলা।”
আব্দুর রহমান লিখেছেন,”খুনির মুখে ভোট চাওয়া মানায় না”
আতিক আহমেদ লিখেছেন,”এবার জনগনের সুর ভাল না, বুবু মনে হয় এবার আর থাকলো না!!?”
মাহাফুজুর রহমান লিখেছেন,”ছাত্রলীগ সন্ত্রাসীদের লালন পালন করে এই হাসিনা। কোন মুখে ভোট চায়?? লজ্জা করে না!!!”
রুহুর আমিন লিখেছেন,”বাংলাদেশে কি ভোট দেয়ার সিস্টেম আছে???”
আরিফ নূর লিখেছেন,”দিবে ভইরা দিবে”।
মোঃ তানভীর আহমেদ লিখেছেন,”বিনা ভোটের পি,এম
আপনি তো ভোট ছাড়াই সুবিধা ভোগ করলেন,এখন কেন ভোটের দরকার??????”
আব্দুল হান্নান লিখেছেন,”পাগলা কুত্তা আমারে কি কামড় দিছে,”
কবিতা আক্তার কণা,”আন্দোলনের সময়ইই সিদ্ধান্ত নিয়েছি,, না ভোট দিমু,, তাও হাসিনা বুবু কে ভোট দিমু না।”
মোঃ মোস্তাফিজুর রহমান লিখেছেন,”অগণতান্ত্রিক সরকার কখনো গণতন্ত্র বা স্বাধীনতার সপক্ষের শক্তি হতে পারে না তারা সপূণ স্বাধীনতা বিরোধী শক্তি ।সুতরাং তাদের কে কখনো স্বাধীন বাংলাদেশের তরুণ প্রজন্ম কখনো ভোট বা সাপট করতে পারে না”
আতিক হাসান ভূঁইয়া লিখেন,”দেশরত্ন কি মদ খেল নাকি?”
জাকির খান লিখেছেন,”তরুনরা কখনই স্বৈরাচার পচন্দ করে না করবে ও না,, তাই তরুনদের ভোটের আশা বাদ দেন।”
আমানউল্লাহ লিখেছেন,”এক মাত্র মুশরিকরা ছাড়া আর কেউ আপনাকে ভোট দিবে না।”
ইমতিয়াজ আরফিন জাহিদ লিখেছেন,”আমরা তরুণরা আপনাকে ভোট নয় বাঁশ দিমু।”
নীলা আলম লিখেছেন,”তরুনদের কথা ভুলেই যান আপনার নোংরা শাসনে বাংলার তরুন আজ মেরুডন্ডহীনতায় ভুগছে।”
সাইফুল ইসলাম কষ্ট লিখেছেন,”যা কুত্তা, তর কিশের ভোট, তুই কি মানুষ নাকি।”
আব্দুল ওহেদ মিঠুন লিখেছেন,”ভোট হবে নাকি ? কেন্দ্রে যেতে পারবো তো ?”
জুবায়ের আহমেদ লিখেছেন,”কেন ছাত্র লীগের ভোট হলে চলবে না ।।।এই গ্রুপের ছেলে মেয়েরা আপনাকে আর যাই হোক ভোট দিবে না ।”
জাহিদ হাসাল লিখেছেন,”আমাদের কাছে উনি কিভাবে ভোট চান? উনার কি লজ্জা করে না?”
আব্দুল হাকিম লিখেছেন,”তোমার সোনার ছাত্রলীগ হাতুড়ি বাহিনী একটা একটা করে দেখে নেবে এই নতুন প্রজন্মের ছাত্ররা।”
বায়জিদ আহমেদ ইমন লিখেছেন,”ভোট লাগে নাকি। উনি তো ভোট ছাড়াই গদিতে বসে আছেন।”

No comments